ডিমের দাম ১২ টাকার বেশি নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
রোজায় পন্য সরবরাহ এবং দাম নিয়ে ভোক্তাদের যাতে কোন সমস্যা না থাকে সেজন্য এবার আগে থেকে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রোজায় পণ্য সরবরাহের ঘাটতি হবে না। বলেন, ভারত ছাড়াও মিয়ানমার ও নেপাল থেকে পণ্য আনার ব্যাপারে কথাবার্তা চলছে।
মন্ত্রী আরও জানান, আগামী সপ্তাহের মধ্যে ভারত থেকে পেঁয়াজ এবং চিনি আসার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ২০ ফেব্রুয়ারি টাস্কফোর্সের মিটিংয়ে রমজানকে সামনে রেখে তেলের দাম নির্ধারন করা হবে বলেও জানান তিনি।
যেদিন তেলের দাম নির্ধারণ হবে সেদিন থেকেই বাজার কার্যকর হবে জানিয়ে আহসানুল হক টিটু বলেন, বাজার মনিটরিং আরও জোরদার করা হবে। আর রমজানতে কেন্দ্র করে যাতে যাতায়াত খরচ না বাড়ে সেদিকেও লক্ষ্য রাখা হবে বলে জানান মন্ত্রী।