মৌসুম শেষের দিকে হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে গেছে ইলিশ। চড়া দামের কারণে ইলিশ কিনতে পারছেন কেবল সামর্থ্যবানরা। নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ইলিশ রয়ে গেছে অধরাই।
চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে প্রতিদিনই ভিড় করেন ক্রেতারা। তবে আকাশছোঁয়া দামের কারণে অনেকেই মাছ না কিনেই ফিরে যাচ্ছেন। গেল বছর ভরা মৌসুমে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছিল ১৪০০ টাকায়। চলতি মৌসুমে সেই মাছের দাম ২ হাজার টাকার নিচে নামেনি।
আরও পড়ুন:
ঢাকা থেকে মাছ কিনতে আসা ক্রেতা সুজন হোসেন বলেন, ‘মাছ তাজা হলেও তুলনামূলক দাম অনেক বেশি। ১ কেজি ওজনের ইলিশ ২৩০০ টাকা। তবুও কিছু ইলিশ কিনে নিলাম। সত্যি বলতে এই দামে সাধারণ মানুষের মাছ কেনা সম্ভব নয়।’
আরেক ক্রেতা ইসমাইল হোসেন বলেন, ‘আর কিছু দিন পর মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা দেয়া হবে। তবুও মাছের দাম কমেনি। তাহলে আমার সাধারণ মানুষ আর কবে ইলিশ কিনতে পারবো? এখনো ইলিশের দাম ২৩০০-২৪০০ টাকা। অথচ গেল বছরও এই সময় ইলিশ ছিল ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে।’
ব্যবসায়ীরা জানান, মাছের সংকটে টিকতে না পেরে অনেক আড়ৎদারই ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। লোকসানের মুখে পড়ছেন অনেকে। মাছ সংকটে নতুন নতুন খুচরা বিক্রেতা বাড়ছে।
জেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার বলেন, ‘প্রতি বছর ইলিশের সরবরাহ কমছে, ব্যবসায়ীরা লোকসানে পড়ছেন। কিন্তু কতদিন লোকসান দিয়ে আড়ৎ চালাবে ব্যবসায়ীরা। কয়েক বছর আগেও এই পাইকারি বাজারে হাতেগোনা দুই একটি খুচরা দোকান ছিল। কিন্তু এখন তা বেড়ে শতাধিক হয়েছে। এভাবে চলতে থাকলে ঐতিহ্যবাহী বড় স্টেশন বাজারটি বিলুপ্ত হওয়ার শঙ্কা রয়েছে।’





