বাজার

চিনির বাজারে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রীর

চিনির গুদামে আগুনের অজুহাতে বাজারে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে ডি-এইট সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি না হলেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, 'কোনো বাজারে যদি দেখেন যে ১৬৩ টাকা এমআরপি লেখা তেলের বোতল নাই, তাহলে আমাদেরকে জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’

চট্টগ্রামে চিনি কারখানায় আগুন প্রসঙ্গে আহসানুল ইসলাম টিটু বলেন, ‘অত্যন্ত অল্প পরিমাণে চিনি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা কোম্পানির জন্য অনেক ক্ষতি হয়েছে। কিন্তু সব মিলিয়ে এটা বাজারে কোনো প্রভাব পড়বে না। এ আগুনকে পুঁজি করে কেউ যেন ব্যবসা করতে না পারে; সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।'

গতকাল সোমবার চট্টগ্রামে এস আলম গ্রুপের চিনির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৮ ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর