বাজার
0

শুল্ক কমলেও বাজারে খেজুরের দাম বাড়তি

সপ্তাহ ব্যবধানে বেড়েছে চিনির দাম

পাইকারি বাজারে এসেও বাড়তি দরে পণ্য কিনতে হচ্ছে। অথচ ১০ দিন আগেই আমদানি শুল্ক কমানোর প্রজ্ঞাপন দেয় এনবিআর। তাতে সবচেয়ে বেশি দাম কমার কথা ছিলো খেজুরের। অথচ ১০ দিন পর দেখা গেল রাজধানীর বাজারে এই খেজুরের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ক্রেতাদের অভিযোগের বিপরীতে ব্যাবসায়ীদের দাবি, শুল্ক কমানোর আগেই আমদানি হয়েছে ৯০ শতাংশ খেজুর।

বিক্রেতারা বলেন, ‘বাজারে সব ধরনের খেজুরের দাম বেড়েছে। আর শুল্ক কমানোর আগেই বেশিরভাগ খেজুর আমদানি হয়েছে। তাই এখন শুল্ক কমিয়ে কোন লাভ হয়নি।’

চাল, চিনি ও তেলেও মিলেছে শুল্ক সুবিধা। অথচ সপ্তাহের ব্যবধানে বাজারে চিনির দাম বেড়েছে। ৫ টাকা বেশি কেজি দরে বিক্রি হচ্ছে।

শুল্ক সুবিধায় তেলের লিটার ১০ টাকা কমার কথা থাকলেও কমেছে ৫ টাকা। তাতে আশাহত খুচরা ব্যবসায়ীরা। এদিকে বাজার তদারকির জোর দাবি জানিয়েছেন ক্রেতারা।

ক্রেতারা বলেন, সরকারের শুল্ক কমানোর পরও বাজারে তার প্রভাব পড়েনি। একটু হয়তো তেলের দাম কমেছে। আর বাজারে চাল, চিনির দাম এখনও বাড়তি। দাম কমবে কিনা সেটাও তো দেখছি না।

রমজানকে সামনে রেখে আগেই ডাল ও পেঁয়াজের দাম বেড়েছিলো। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ছোলা ও বেসন।