দেশে এখন
বাজার
0

ছুটির দিনে আমিষের বাজার চড়া

সপ্তাহের ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে আমিষের বাজার চড়া। মাছ ও মুরগির মাংসের দাম বেড়েছে। তবে সবজির দাম কিছুটা কমেছে।

সপ্তাহের ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় থাকলেও দাম নিয়ে অস্বস্তিতে সাধারণ মানুষ। ব্যয় কমাতে অনেকের হিমশিম অবস্থা। রাজধানীর বেশকিছু বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়।

তবে ক্রেতাদের বেশি অস্বস্তি মুরগির বাজারে। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এছাড়া সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়, যা গেল সপ্তাহের চেয়ে কেজিতে অন্তত ১০ টাকা বেশি।

এক ক্রেতা বরেন, ‘সরকার যদি দাম নিয়ন্ত্রণে না নিয়ে আসে তাহলে আমাদের চলতে, ফিরতে ও খাইতে অনেক কষ্ট হবে।’

একজন বিক্রেতা বলেন, ‘গত পরশু ব্রয়লার ছিল ১৮০, গতকাল ছিল ১৯০ আজকে ২০০ টাকা কেজি।’

মুরগির পাশাপাশি ডিমের দামও বেড়েছে। ডজন ঠেকেছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। আমিষের আরেক উৎস মাছের দরও চড়া। এর মধ্যে টেংরা, পাবদা, শিংসহ বেশিরভাগ দেশি মাছের দাম বেশি বেড়েছে। এর জন্য গুণতে হচ্ছে কেজিপ্রতি ৪০০ থেকে ৯০০ টাকা। চড়া বাজারের সহজলভ্য পাঙ্গাস মাছের কেজি ঠেকেছে ২০০ টাকা পর্যন্ত।

তবে মাংস ও মাছের বাজারে কিছুটা চড়াভাব থাকলেও শাক-সবজির দাম কমেছে। ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। পাকা টমেটো ৪০ থেকে ৫০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৫৫ থেকে ৬০ টাকা। এছাড়া কাঁচা মরিচের দামও কমেছে।

এদিকে মসলার বাজারও মাসখানেক ধরে চড়া। এলাচের কেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ৩ হাজার ২০০ টাকায়। দারুচিনি ৪৬০ থেকে ৪৮০, লবঙ্গ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার, জিরা ৭৫০ থেকে ৮০০ টাকা। আর হলুদ ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আর কিছুদিন পরেই শুরু হবে রোজা। তাই নিত্যপণ্যের দাম নাগালে আনতে আরও কঠোর তদারকির পরামর্শ ক্রেতাদের।

এসএস