পবিত্র শবে কদরের রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করেন মহান আল্লাহ। বলা হয় মহান সৃষ্টিকর্তা যে কয়টি রাতকে বান্দার কল্যাণের জন্য নেয়ামত হিসেবে দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লাইলাতুল কদরের রাত। মূলত এর সম্মান বুঝাতে একই সাথে আল কোরআন আর সূরা কদর নাজিল হয় এই রজনীতে।
এজন্য শুকরিয়া আদায়ে মসজিদ ও বাসা-বাড়িতে ইবাদত করেছেন মুসল্লিরা। সারারাত ধরে মসগুল ছিলেন নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকিরে আসকারে।
নামাজ পড়তে আসা একজন বলেন, 'ধর্ম, বর্ণ, ভিন্নমত যে যার মতোই থাকুক না কেন, বাংলাদেশ সুখে থাকুক, শান্তিতে থাকুক, স্থিরভাবে থাকুক সেই প্রত্যাশা নিয়ে আজকে মূলত আল্লাহর কাছে আমাদের আকুতি। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেন। আমাদের মাতা পিতার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন।'
মুসল্লিরা বলেন, মহান আল্লাহ লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহ মুমিনের জন্য অশেষ রহমত ও নিয়ামত বরাদ্দ রাখেন।
এ রাত সম্পর্কে বায়তুল মোকাররমের খাদেম জানান, রমজান থেকে সংযম, ত্যাগের শিক্ষা নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন, প্রয়োগ রাখতে হবে।
অনেকেই ইবাদত শেষে পরিবার স্বজন আত্মীয়দের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত করতে আসাদের মধ্যে একজন বলেন, 'কবরবাসী সকলের জন্যই দোয়া করা হয়েছে। আজকের এই দিনের অছিলায় যেন আল্লাহ তাদের কবরের সকল আজাব মাফ করে দেন।'
মহিমান্বিত এই রজনীতে নেক হায়াতের জন্য নীরবে ক্ষমা চাইছেন অনেকেই। সঠিক ও পূর্ণাঙ্গ জীবন গঠনে এই রাতে ইবাদতের প্রতি গুরুত্ব দিচ্ছেন ওলামা মাশায়েখ ও ইসলামিক চিন্তাবিদরা।