আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা গুরুতর অপরাধ।’
এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারের দৃশ্যমান আইনি পদক্ষেপের দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করেন, বাউলের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিএনপি মহাসচিবের বক্তব্য শরীয়তের পরিপন্থি।
আরও পড়ুন:
এছাড়া সমাবেশে মানিকগঞ্জের মামলা ৬ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার না করলে মানিকগঞ্জ অচল করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।
নেতাকর্মীরা আরও বলেন, ‘বাঙালি পরিচয়ের আগে মুসলিম জাতিসত্তার জাগরণ জরুরি।’ এরপর বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।





