উচ্চ মাধ্যমিক পড়ুয়া ঢাকার ছয় শিক্ষার্থী শখের বশে ইফতার করতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে। তাইতো ইফতারের প্রস্তুতিতে তাদের এই দলগত প্রচেষ্টা।
শিক্ষার্থীরা বলছেন, অনেক দিনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এই ক্যাম্পাসে ইফতার করা। নতুন অনুভূতি ও বড়দের বন্ধুত্ব কাছে থেকে দেখতে পারা দারুণ অভিজ্ঞতা, বলছেন তারা।
বিকেল পাঁচটার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বর শিক্ষার্থীদের আনাগোনায় টইটুম্বুর হয়ে ওঠে। শিক্ষার্থীরা বলছেন, খোলা আকাশের নিচে বন্ধুদের সঙ্গে ইফতার করতে পারা বাড়তি আনন্দের।
পরিবারের সদস্যদের ছাড়া ইফতারে অপূর্ণতা থাকলেও শিক্ষার্থীরা বলছেন, ক্ষণিকের জন্য বন্ধুত্বের মিশেলে এই সময়টুকুই হয়ে ওঠে অনন্য। দলগত ইফতারে আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নতি হয় বলে বিশ্বাস শিক্ষার্থীদের।
আনন্দঘন ও ইবাদতের এই সময়টুকু স্মৃতির পাতায় ধরে রাখতে কেউ কেউ ছবি তুলছেন মুঠোফোনে। তাইতো সৌহার্দ্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে ইফতার করতে ক্যাম্পাস ছেড়ে গেলেও ইফতার করতে আসতে চান ক্যাম্পাসে।
এদিকে, রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো বিতরণ করছে ইফতার। এভাবে শিক্ষার্থীদের পাশে থাকাকে দেখছেন ভালো কাজের প্রতিযোগিতা হিসেবে।
আযানের সঙ্গে সঙ্গে তৈরি ইফতার পরিবেশনের মধ্য দিয়ে সম্পন্ন হয় আল্লাহর নৈকট্য লাভের এ পথ। প্রতি রমজানেই এমন কর্মসূচি চালু রাখার কথা বলছে ছাত্র সংগঠনগুলো।