অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন আকিজ রিসোর্সেসের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী।
আরও পড়ুন:
‘বাংলাদেশ মার্কেটিং ডে’ এমআইবির অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে ফ্লাগশিপ ইভেন্ট হিসেবে আয়োজিত হয়। যেখানে মার্কেটিং পেশাজীবীদের অসামান্য অবদানকে সম্মান জানানো হয় এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণে মার্কেটিংয়ের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমসাময়িক মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পাঁচটি প্যানেল আলোচনা হয়, যা অংশগ্রহণকারীদের মার্কেটিংয়ের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে ধারণা দেয়।





