ফিচার স্টোরি
জীবনযাপন
0

কীভাবে এলো মা দিবস?

‘মা’-পৃথিবীতে সম্ভবত এর চেয়ে মধুর কোন শব্দ কিংবা সম্পর্ক আর হয় না। মায়ের সাথে সন্তানের নাড়ি ছেঁড়া বন্ধন। জন্মের পর মা শব্দটিই বেশি উচ্চারিত হয়। মাকে ভালোবাসার জন্য আলাদা দিনের প্রয়োজন হয় না। মায়ের ভালোবাসা সময় এবং কালের ঊর্ধ্বে।

তবুও দেশে দেশে বিশেষ দিনে মা-কে শ্রদ্ধা জানাতে আলাদা করে মা দিবস পালন করা হয়। তবে সবদেশে একই দিনে মা দিবস পালিত হয় না। অনেক দেশে মে মাসের দ্বিতীয় রোববার আবার অনেক দেশে ১২ মে পালিত হয় মা দিবস।

কিন্তু কীভাবে এলো এই মা দিবস? কেন ই বা পালিত হয় এই দিবস?

জানা যায়, আধুনিক মা দিবসের শুরুটা যুক্তরাষ্ট্রে। দিবসটির প্রবক্তা আনা মারিয়া জার্ভিস। তাঁর মা অ্যান মারিয়া রিভস জার্ভিস ছিলেন একজন সমাজকর্মী। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন।

১৯০৫ সালে অ্যান মারা যান। তাঁর মৃত্যুর পর মেয়ে আনা মায়ের স্বপ্ন পূরণে কাজ শুরু করেন। সব মাকে শ্রদ্ধা জানাতে একটি দিবস প্রচলনের লক্ষ্যে এগিয়ে যান তিনি।

১৯০৭ সালের ১২ মে প্রথমবার আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে ‘মাদার্স ডে’ বা মা দিবস পালিত হয়। কংগ্রেসে সরকারিভাবে মা দিবস পালনের প্রস্তাব করা হয়।

১৯০৮ সালে পশ্চিম ভার্জিনিয়ার একটি গির্জায় আনা তাঁর মায়ের স্মরণে অনুষ্ঠান করেন। একই বছর মা দিবসকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব নাকচ করে মার্কিন কংগ্রেস। তবে তাতেও দমে যাননি আনা। নিজের চেষ্টা অব্যাহত রাখেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মা দিবস পালিত হতে থাকে।

অবশেষে আনার প্রচেষ্টা সফল হয়। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে বা ১২ মে মা দিবস হিসেবে ঘোষণা করেন। এবং দিনটিতে সরকারি ছুটিও ঘোষিত হয়।

পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস হিসেবে পালিত হতে থাকে।