‘মা’-পৃথিবীতে সম্ভবত এর চেয়ে মধুর কোন শব্দ কিংবা সম্পর্ক আর হয় না। মায়ের সাথে সন্তানের নাড়ি ছেঁড়া বন্ধন। জন্মের পর মা শব্দটিই বেশি উচ্চারিত হয়। মাকে ভালোবাসার জন্য আলাদা দিনের প্রয়োজন হয় না। মায়ের ভালোবাসা সময় এবং কালের ঊর্ধ্বে।