মা দিবস
গাজার মায়েরা কেমন আছেন!

গাজার মায়েরা কেমন আছেন!

বিশ্ব মা দিবসে সারা বিশ্বের মায়েদের নিয়ে নানা আয়োজন হলেও দৃশ্যপট ভিন্ন যুদ্ধক্ষেত্রে। সন্তানের সাথে বিচ্ছেদ কোন মাকে কাঁদিয়েছে বেশি? গাজা সীমান্তের ওপারে সন্তানের অপেক্ষায় থাকা অর্ধশত ইসরাইলি মা অন্তত জানেন যে ছেলে বেঁচে আছে। অন্যদিকে সন্তানকে বাঁচাতে, তাদের মুখে একমুঠো খাবার তুলে দিতে লাখো ফিলিস্তিনি মায়েদের সংগ্রাম ছাড়িয়েছে গঞ্জনার সব সীমা।

প্রবাসের কর্মব্যস্ততার মাঝে ‘মা দিবস’ কতটা মনে করায় মাকে?

প্রবাসের কর্মব্যস্ততার মাঝে ‘মা দিবস’ কতটা মনে করায় মাকে?

কর্মব্যস্ত জীবনে, দূর পরবাসে সবার সুযোগ হয় না পরিবারের সঙ্গে থাকার। মোবাইল ফোনই মাধ্যম, যা দিয়ে প্রতিনিয়ত মা-বাবার সঙ্গে হয় যোগাযোগ। মা দিবসে মায়ের অভাব যেন আরো বেশি করে অনুভব করেন প্রবাসীরা।

মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য দিবস ‘মা দিবস’: তারেক রহমান

মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য দিবস ‘মা দিবস’: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য দিবস ‘মা দিবস’। পৃথিবীর মধুরতম ডাক ‘মা’। ছোট এই শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা, আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালবাসা।

গ্রীষ্ম-বর্ষায় সন্তানের মাথায় বড় ছাতা 'মা'

গ্রীষ্ম-বর্ষায় সন্তানের মাথায় বড় ছাতা 'মা'

গ্রীষ্মে কিংবা বর্ষায় ছাতা হয়ে সন্তানের মাথার ওপর থাকেন, কেবল একজন। সন্তানকে সমস্ত ঝড় সামলে বুকে যখের ধনের মতো আগলে রাখেন রাখেন, সেই একজনই। জন্মলগ্নের শুরু থেকে জীবনের প্রতিটি ধাপে বিপদে আপদে বন্ধু হয়ে ভালোবাসা আর শাসনে আকাবাঁকা পথগুলোকে পিচঢালা পথের মতোন মসৃণ করে দেয় 'মা'।

কীভাবে এলো মা দিবস?

কীভাবে এলো মা দিবস?

‘মা’-পৃথিবীতে সম্ভবত এর চেয়ে মধুর কোন শব্দ কিংবা সম্পর্ক আর হয় না। মায়ের সাথে সন্তানের নাড়ি ছেঁড়া বন্ধন। জন্মের পর মা শব্দটিই বেশি উচ্চারিত হয়। মাকে ভালোবাসার জন্য আলাদা দিনের প্রয়োজন হয় না। মায়ের ভালোবাসা সময় এবং কালের ঊর্ধ্বে।