গুমের মামলায় শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

ডিজিএফআইয়ের জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিকীসহ ১১ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ (সোমবার, ১৯ জানুয়ারি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর ১৩ আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলার ১৩ আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন তিনজন। ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

আরও পড়ুন:

প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে এসব ঘটনা ঘটে। এই সময়ে ২৬ জনকে গুম করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। জেআইসি সেলে আটকে রেখে তাদের ওপর চালানো নির্যাতনের ভয়াবহ চিত্র এর আগে অভিযোগ গঠনের শুনানিতে তুলে ধরা হয়েছিল।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে।

ইএ