চব্বিশের গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাত হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানকে চতুর্থ দিনের মতো জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। আজ (সোমবার, ৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা শুরু হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী মিরাজুল ইসলাম তাকে জেরা করছেন। জেরা শেষ হলে এ মামলা যুক্তিতর্কের দিকে এগোবে। যুক্তিতর্কের পরে মামলাটির রায় ঘোষণার তারিখ ধার্য করা হবে।
এ মামলায় মোট ১৬ জন আসামি। এর মধ্যে আট আসামি গ্রেপ্তার আছেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া আজ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনের বিরুদ্ধে শুনানি হওয়ার কথা রয়েছে।