পাবনার চাটমোহরে উপজেলা মহিলা লীগের দুই নেত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া মহিলাদলের দুই নেত্রী
গ্রেপ্তার হওয়া মহিলাদলের দুই নেত্রী | ছবি: সংগৃহীত
0

পাবনার চাটমোহরে উপজেলা মহিলাদলের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলহাজতে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২) ও একই কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।

চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম জানান, পাবনার আমলী আদালত-৪ এর সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামি রহিমা রেজা ও বুড়ি সরকারকে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।

আরও পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা গত ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হন। তখন পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশিয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করে। সেই ঘটনায় তিনি বাদী হয়ে দুই নেত্রীসহ বেশ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যাচেষ্টার মামলা করেন।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রহিমা রেজাকে মাদকের কারবার ও সেবনের অভিযোগে উপজেলা মহিলা দলের বিলুপ্ত ওই কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

ইএ