শেখ হাসিনাসহ ৭ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের ছাত্রদল নেতার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা | ছবি: সংগৃহীত
2

শেখ হাসিনাসহ ৭ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক। আজ (সোমবার, ৩ নভেম্বর) ট্রাইব্যুনালে তিনি অভিযোগ করেন বিগত সরকারের আমলে তিনি দুই দফা গুমের শিকার হন।

মফিজুর রহমান আশিক জানান, ২০১৩ সালে মিরপুর থেকে তাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করার অভিযোগে টানা দুই মাস তাকে নির্যাতন করা হয়। পরে ২০২২ সালে আবারও তাকে গুম করা হয়।

আরও পড়ুন:

দুই বার গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, র‍্যাবের সাবেক ডিজি মোখলেসুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সিটিসির সাবেক ডিআইজি আসাদুজ্জামানসহ ৭ জনকে আসামি করা হয়।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সাক্ষ্য দেন নিহত নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা ও ইয়াকুব মিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী।

ইএ