ইনু-হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ ট্রাইব্যুনালের

ইনু ও হানিফসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল
ইনু ও হানিফসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ (রোববার, ২ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির করা হয় হাসানুল হক ইনুকে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ ইনুর বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর এ আদেশ দেন।

ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৩০ নভেম্বর। আর হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ২৫ নভেম্বর। ইনু গ্রেপ্তার থাকলেও পলাতক রয়েছেন হানিফ।

গত বছরের ২৬ আগস্ট গ্রেপ্তার হন জাসদ সভাপতি ও ১৪ দলের শীর্ষ নেতা হাসানুল হক ইনু। চলতি বছরের ২৫ আগস্ট তার বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ আনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যা প্রসিকিউশন ট্রাইব্যুনালে দাখিল করে বিচার শুরুর আবেদন জানায়।

আরও পড়ুন:

শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহযোগিতা করা, হত্যার উস্কানি, শিক্ষার্থীদের আন্দোলন দমনে পরিকল্পনা করা, কুষ্টিয়ায় হত্যাকাণ্ডসহ ইনুর বিরুদ্ধে ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ৩০ নভেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহন শুরু করা হবে।

এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলমসহ ৪ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তবে হানিফসহ সব আসামি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্রাইব্যুনালের কাছে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেন, ‘তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

এছাড়া ৫ আগস্টে চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। এর আগে এ মামলায় ২১ জন সাক্ষী দিয়েছেন।

এসএইচ