মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় আজ সাক্ষ্য ও অভিযোগ গঠনের শুনানি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও দুইজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (সোমবার, ২৭ অক্টোবর) দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

মামলায় সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালে এদিন তার সাক্ষ্য গ্রহণ করা হবে।

এর আগে, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের পাশাপাশি প্রথম সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। প্রথম সাক্ষী হিসেবে গুলিবিদ্ধ ভুক্তভোগী আমির হোসেন আদালতে জবানবন্দি দেন এবং পরে তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।

আরও পড়ুন:

এদিকে, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিও আজ অনুষ্ঠিত হবে।

এই শুনানি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ।

এর আগে, গত ১৪ অক্টোবর ট্রাইব্যুনাল হানিফসহ চারজনকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। তবে তারা হাজির না হওয়ায় পরবর্তীতে গ্রেপ্তারের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়।

গত ৬ অক্টোবর ট্রাইব্যুনাল-২ হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।

এফএস