টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. মিঠুন মিয়া
গ্রেপ্তার মো. মিঠুন মিয়া | ছবি: এখন টিভি
3

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় মো. মিঠুন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত মিঠুন কালিহাতী সদরে সাতুটিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। মিঠুন বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার ১৭০ নং আসামি। এ মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মারধর, হামলাসহ চারটি মামলা রয়েছে।

আজ (শুক্রবার, ১০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল যাচ্ছিলো। এ সময় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা কতিপয় দুষ্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে।

আরও পড়ুন:

বেআইনি আগ্নেয়াস্ত্র পিস্তল শর্টগান এবং দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ ছাত্র-জনতার ওপর অতর্কিত আক্রমণ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে মামলার বাদী মো. লাল মিয়ার (৩০) বাম পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং আরও অনেক নিরীহ ছাত্র-জনতা গুরুতরভাবে আহত হন।

পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে লাল মিয়া কিছুটা সুস্থ হলে ওই বছরে ৩১ আগস্ট টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। বুধবার বিকেলে মিঠুনকে কালিহাতী সদর থেকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইএ