সাজাপ্রাপ্ত ইসমাইল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের আবু তালহার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের ইসমাইল হোসেন ও একই গ্রামের আব্দুল মজিদ সরকারের মেয়ে সুমাইয়া সুরুভি উভয়ে উভয়ের প্রেমে পড়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ইসমাইল তার স্ত্রীকে নির্যাতন চালাতে থাকে।
আরও পড়ুন:
এরই এক পর্যায়ে ২০২০ সালের ১৯ জুন শুক্রবার দুপুরে সুমাইয়া সুরুভিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায় ইসমাইল ও তার পরিবারের সদস্যরা।
ঘটনার পরদিন নিহতের ভাই আবু হানিফ সরকার বাদি হয়ে কামারখন্দ থানায় ইসমাইল হোসেন, তার পিতা আবু তালহা ও মা সাহিদা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারক এ রায় ঘোষণা করেন।





