সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩০ হাজার ডলার উদ্ধার

উদ্ধার করা মার্কিন ডলার
উদ্ধার করা মার্কিন ডলার | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরা সীমান্তে বিশেষ অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। গতকাল (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল এ টাকা উদ্ধার করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি এর মধ্যবর্তী শূন্য লাইনের ২৫০ গজ ভেতরে তেতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। খবর পেয়ে বিজিবির একটি চৌকস দল সেখানে অবস্থান নেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক পর্যায়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন এমন এক ব্যক্তিকে সন্দেহ হলে টহল দল তাকে ধাওয়া করে। এ সময় তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়।

আরও পড়ুন:

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ডলারের সিজার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত অর্থ আদালতের নির্দেশ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হবে।

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, ‘আমাদের সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অর্থ, স্বর্ণ, মাদক ও মানব পাচার বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।’

ইএ