সুব্রত বাইনের ৮, মোল্লা মাসুদসহ তিনজনের ৬ দিনের রিমান্ড

শরীফ, সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও নাসির
শরীফ, সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও নাসির | ছবি: সংগৃহীত
1

হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনের ৮ এবং মোল্লা মাসুদসহ তিনজনের ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ (বুধবার, ২৮ মে) ঢাকার সিএমএম আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

এদিন, সুব্রত বাইনের অন্য দুই সহযোগী শরীফ ও নাসিরকে ৬ দিন করে রিমান্ড দেয়া হয়। আদালতে আসামিপক্ষের আইনজীবী তাদের নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন।

আসামিদের কাছে পাওয়া অস্ত্রের উৎস ও তার উদ্দেশ্য খতিয়ে দেখার স্বার্থে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন করলে, তা আমলে নেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় সুব্রত বাইনের নাম রয়েছে।

এর আগে, মঙ্গলবার আনুমানিক ভোর ৫টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে। পরে বুধবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

এনএইচ