রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন বাবু গ্রেপ্তার

মহিউদ্দিন বাবু
মহিউদ্দিন বাবু | ছবি: সংগৃহীত
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি নিষিদ্ধ সংগঠন রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। দেশব্যাপী চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ (শনিবার, ৩ মে) রাত ৯টার দিকে রাঙামাটি শহরের বনরুপা থেকে তাকে গ্রেপ্তার করে রাঙামাটি জেলা পুলিশ। পরে জেলা পুলিশ তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করে।

মহিউদ্দিন বাবু রাঙামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরীর সন্তান। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলায় জড়িত এবং ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ১০ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ‘দেশব্যাপী চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। বাবু বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ১০ নম্বর আসামি। আগামীকাল (রোববার, ৪ মে) তাকে আদালতে প্রেরণ করা হবে।’

এসএস