নিহত শামীম রেজা কালুখালি উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের আলমগীর ফকিরের ছেলে। এর আগে দুপুর ২টায় সেনাবাহিনীর হেলিকপ্টারে সুদানে শান্তিরক্ষা মিশনে গিয়ে নিহত শামীম রেজার মরদেহ আনা হয় রাজবাড়ীর কালুখালীর মিনি স্টেডিয়ামে।
পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে আনা হয় নিজ গ্রামের বাড়ি হোগলাডাঙ্গিতে। সে সময় স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।
কিছু সময় পর সেখান থেকে পারিবারিক কবরস্থানে নেওয়ার পর জানাজা হয়। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে শামীম রেজাকে গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়। দাফন শেষে তিন রাউন্ড ফাকা গুলি ছোড়া হয়। পরে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সেনা সদস্যরা।





