চিলিতে দাবানলে মৃত্যু বেড়ে ১৩১

দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

চিলিতে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১৩১ জনের মৃত্যু হয়েছে।

ড্রোনে ধারণ করা ছবিতে দেখা গেছে, বন্দর শহর ভাল্পারাইসোর ভস্ম হয়ে যাওয়ার দৃশ্য। এখনও নিখোঁজ ৩০০ এর বেশি মানুষ। কোথাও কোথাও সক্রিয় দাবানল।

২০১০ সালের ভূমিকম্পে ৫০০ জনের মৃত্যুর পর চলতি বছর প্রথম এতো ভয়াবহ দুর্যোগের কবলে পড়লো চিলি। দুর্গতদের সহায়তায় নানা পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

পর্যটন অঞ্চলগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই অঞ্চলগুলো পুনর্গঠনে সহায়তার কথা জানিয়েছে সরকার।

এসএস