টিকটকের যুক্তরাষ্ট্র শাখা নিয়ে টানাপোড়েনের মধ্যে গতকাল (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনায় দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছে বলে দাবি করেছেন ট্রাম্প।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি'র সাথে কথা হয়েছে। আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি। চুক্তিটি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুতই এই চুক্তি সম্পন্ন করতে চাই। যুক্তরাষ্ট্র টিকটকের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখবে।’
বিবিসির প্রতিবেদন বলছে, চুক্তি হলে ওরাকলসহ একাধিক মার্কিন বিনিয়োগকারী টিকটকের যুক্তরাষ্ট্র শাখার দায়িত্ব নেবে। তবে টিকটকের অ্যালগরিদমের মালিকানা নিয়ে এখনও বিতর্ক রয়েছে।
চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া অবশ্য ট্রাম্পের মতো স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। তাদের ভাষ্যে, বেইজিং টিকটক নিয়ে বাণিজ্য আলোচনাকে স্বাগত জানায়, তবে সবকিছু হতে হবে বাজারের নিয়ম মেনে এবং চীনা আইনের আওতায়।
এরই মধ্যে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আইন মেনে টিকটক চালু রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে দুই দেশের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে মার্কিন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি চালু রাখার প্রচেষ্টার কারণে।
তবে সবকিছুর মাঝেই রয়েছে রাজনৈতিক বিতর্ক। অনেক মার্কিন আইনপ্রণেতা আশঙ্কা করছেন, মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক টিকটকের ওপর প্রভাব বিস্তার করতে পারে।
টিকটকের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে ট্রাম্প জানিয়েছেন, আসন্ন এপেক সম্মেলনে আবারও শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হবে এবং চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া দ্রুত শুরু হবে।





