পশ্চিম টেক্সাসে হামের প্রাদুর্ভাব, দুই শিশুর মৃত্যু

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। সংক্রামক ব্যাধি হামে আক্রান্ত হয়ে অঙ্গরাজ্যটিতে দ্বিতীয় শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে টেক্সাস অঙ্গরাজ্যে ৪৮০ জনের বেশি মানুষের শরীরে হামের উপস্থিতি পাওয়া গেছে।

এই প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে আশেপাশের কয়েকটি রাজ্যে। মারা যাওয়া ৮ বছরের শিশুটির হামের টিকা দেয়া ছিল না। তার স্বাস্থ্যগত কোনো জটিলতা না থাকলেও বেশ কয়েকদিন ধরে হামের সংক্রমণে ভুগছিল।

মার্কিন স্বাস্থ্য সচিব এ ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। এ সময় তিনি জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ যা গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে যাদের টিকা দেয়া হয়নি।

এএইচ