আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে টেনেসি, টেক্সাস, ওহাইও অঙ্গরাজ্যের বেশ কিছু এলাকা। রাস্তাঘাট, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো প্লাবিত হওয়ায় ভোগান্তিতে বাসিন্দারা।
শনিবার থেকে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় অনেক জায়গায় নদীর পানি বাড়ার ব্যাপারে সতর্ক করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ২৪ ঘণ্টায় ৩২৪ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এ অবস্থায় শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।