আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার পদ থেকে স্বেচ্ছায় সরে যেতে পারেন ধনকুবের ইলন মাস্ক। গার্ডিয়ান, পলিটিকোসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, সম্প্রতি ঘনিষ্ঠজন ও মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যদের এমন আভাস দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।
সরকারি সক্ষমতা দপ্তরের উপদেষ্টা হিসেবে প্রশাসনিক ব্যয় কমানো ও কর্মী ছাঁটাই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন ইলন মাস্ক। কিন্তু মাস্কের এই কর্মকাণ্ডের জেরে সমালোচনার শিকার হচ্ছেন প্রশাসনিক মহলে।
হোয়াইট হাউজ সূত্র জানাচ্ছে, রাজনৈতিক বোঝা হয়ে বিতর্কের জন্ম দিতে চান না টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী।