মেক্সিকোর ৮ অপরাধী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ট্রাম্পের

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ল্যাটিন আমেরিকার মেক্সিকো অঞ্চলের ৮টি অপরাধী ও মাদক পাচারকারী গোষ্ঠীকে বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই গোষ্ঠীগুলো মার্কিন নাগরিকদের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও দেশটির অর্থনীতির হুমকিস্বরূপ বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করার অভিযোগ আনা হয়েছে। এসব সংগঠনের বিরুদ্ধে অভিবাসন নীতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন।

সংগঠনের সদস্য ও সহযোগীদের সম্পদ জব্দ ও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থের বিনিময়ে এসব গোষ্ঠী যুক্তরাষ্ট্রে অবৈধ পথে অভিবাসী প্রবেশের সুযোগ তৈরি করছে।

তবে রাজনৈতিক উদ্দেশে নয়, বরং ব্যবসার খাতিরেই এ কাজ করে তারা। ফেডারেল সরকারের নোটিশে এটি কার্যকরের বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এএম