উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছেছেন ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণে প্রস্তুত নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে পুরো পরিবারসহ পৌঁছে গেছেন রাজধানী ওয়াশিংটনে। ক্ষমতায় প্রত্যাবর্তন উদযাপনে শনিবার থেকে নবনির্বাচিত প্রেসিডেন্টকে ঘিরে শুরু হয়েছে নানা আয়োজন। সমান্তরালভাবেই চলছে ট্রাম্পবিরোধী বিক্ষোভও।

চলছে ক্ষণগণনা। মাত্র চার বছরের ব্যবধানে জনতার রায় উল্টে দিয়ে ফের দোর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউজে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প, আর মাত্র একটি দিন পরই।

সোমবারের মহাযজ্ঞে যোগ দিতে শনিবারই সস্ত্রীক ওয়াশিংটনে পৌঁছেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে ছিলেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনারসহ পরিবারের অন্যান্য সদস্যরা। তাকে নিয়ে আসতে ফ্লোরিডার পাম বিচে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ পাঠান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

বিমানবন্দর থেকে সোজা ওয়াশিংটনের কাছে ভার্জিনিয়ার স্টার্লিংয়ে নিজের গলফ ক্লাবে চলে যান ট্রাম্প। ৫শ' অতিথির অংশগ্রহণে সেখানে যোগ দেন আনন্দ আয়োজনে। প্রয়াত মার্কিন তারকা এলভিস প্রিসলির ছদ্মবেশী লিও ডায়াস গান গেয়ে শোনান ট্রাম্প পরিবারকে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার তীব্র শীত ও তুষারপাতের মধ্যেই হবে ৪৭তম প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান। তাই ৪০ বছরে প্রথমবার ইউএস ক্যাপিটল ভবনের আইকনিক ওয়েস্ট ফ্রন্ট থেকে অনুষ্ঠানস্থল সরিয়ে নেয়া হয়েছে ক্যাপিটল রোটুন্ডার ভেতরে।

পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের পূর্বনির্ধারিত কুচকাওয়াজেরও স্থান বদলে করা হয়েছে ক্যাপিটল ওয়ান অ্যারেনা। সেখানকার বাস্কেটবল-হকি ভেন্যু থেকে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ সরাসরি দেখতে পারবেন ট্রাম্প সমর্থকরা।

এরই মধ্যে অনুষ্ঠানের টিকেট বিক্রি হয়েছে প্রায় সোয়া দুই লাখ; এদের মধ্যে মাত্র ২০ হাজার মানুষের জায়গা হবে ভবনের ভেতরে, জানিয়েছেন আয়োজকরা।

ট্রাম্পের এক সমর্থক বলেন, ‘যতোই শীত পড়ুক না কেন ব্যাপার না। এই শপথ আয়োজনে নিজের সমর্থন জানাতে আমি এসেছি। আমার ঈশ্বরকে সমর্থন জানাতে এসেছি।’

টিকেট পাই কি না দেখতে যাচ্ছি। মাঝে মাঝে কিছু টিকেট পড়ে থাকে কারণ কেউ কেউ টিকেট কিনেও শেষ পর্যন্ত নিতে আসে না। তাই আশা করছি যে সেসব টিকেট থেকে কিছু পেলেও পেতে পারি।

সোমবার শপথ গ্রহণের আগে রোববার সমর্থকদের নিয়ে ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বিজয় সমাবেশ করবেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। এর আগেই গণতন্ত্র, অভিবাসন, গাজায় যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, নারীর গর্ভপাতের অধিকারসহ বিভিন্ন ইস্যুতে রাজধানীতে ট্রাম্পবিরোধী বিক্ষোভে যোগ দেন কয়েক হাজার মানুষ।

ট্রাম্পবিরোধী বিক্ষোভকারী বলেন, ‘চারপাশে এখন শুধুই আতঙ্ক। কিন্তু এই মানুষগুলোকে একসাথে দেখে, এতো মানুষকে এভাবে এগিয়ে আসতে দেখে আমারও সাহস বাড়ছে। আশান্বিত হচ্ছি। দিনের পর দিন একটু একটু করে নারীদের অধিকার খর্ব করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে।’

নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে হোয়াইট হাউজেও। ধারণা করা হচ্ছে, ক্ষমতা গ্রহণের প্রথম দিনই অভিবাসীসহ বেশ কিছু ইস্যুতে নির্বাহী আদেশ জারি করবেন ট্রাম্প।

এএম