উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ট্রাম্পের ফৌজদারি মামলার বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন ট্রাম্পের ফৌজদারি দুই মামলার বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। চলতি মাসের ২০ তারিখ ট্রাম্প হোয়াইট হাইসের দায়িত্ব নেয়ার আগেই বিচার বিভাগ ছাড়লেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) আদালতের দেয়া তথ্য বলছে, গত শুক্রবার জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে সরে দাঁড়িয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে করা মার্কিন বিচার বিভাগের দুটি মামলার বিশেষ কৌঁসুলি হিসেবে ২০২২ সালে নিয়োগ পান জ্যাক স্মিথ।

৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় উসকানি দেয়া ও সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়েছিল।

দুটি মামলাতেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল। যদিও ট্রাম্প বরাবর অভিযোগ অস্বীকার করে এসেছেন।

দাবি করেছেন, মামলাগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

ইএ