উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

একাধিক হুঁশিয়ারি দিয়ে শপথগ্রহণের আগেই আলোচনায় ট্রাম্প

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন, গ্রিনল্যান্ড ও পানামা খাল দখলসহ ন্যাটো সদস্যদের চাঁদা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করা এবং ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের ক্ষমার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে শপথ গ্রহণের আগেই আরো একবার আলোচনায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রী পদ থেকে জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর আরো একবার কানাডাকে নিজেদের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, কানাডার অধিকাংশ নাগরিক এটাই চায়। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কানাডার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারে তিনি আগ্রহী না। তবে প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর উচ্চহারে শুল্কারোপের প্রতিশ্রুতির কথা আবারো পুনর্ব্যক্ত করেন তিনি।

আঞ্চলিক মানচিত্র পরিবর্তনের প্রসঙ্গে ট্রাম্প বলেন, মেক্সিকো উপসাগরের নাম রাখা উচিত আমেরিকা উপসাগর। তার মতে এই অঞ্চলে এটিই যথার্থ নাম।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের জন্য একটি রূপরেখা ঘোষণা করতে যাচ্ছি। আমরা অনেক পরিবর্তন আনবো। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকার উপসাগর করবো। এই অঞ্চলের বেশিরভাগ অংশে মার্কিন নাগরিকদের বসবাস। এটি উপযুক্ত নাম হবে।’

এদিকে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বলে মন্তব্য করেছেন ডেনমার্কের এক পার্লামেন্ট সদস্য। জবাবে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবে ডেনমার্ক যদি বাধা দেয় তবে তাদের ওপরও চড়া হারে শুল্কারোপ করা হবে। তবে এজন্য সামরিক শক্তি ব্যবহার করবেন না বলেও আশ্বাস দিয়েছেন ট্রাম্প।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। এই বিষয় নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে। স্বশাসিত এই অঞ্চলটিতে ডেনমার্কের আইনি অধিকার আছে কিনা তা জানা নেই। তবে তাদের এটি ছেড়ে দেয়া উচিত। মুক্ত বিশ্বের জন্যই তা করতে হবে। আমাদের লক্ষ্য একটি উন্মুক্ত বিশ্ব গড়া।’

পানামা খাল হস্তান্তর নিয়ে প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সিদ্ধান্ত বড় ভুল বলেও অভিহিত করেন ট্রাম্প। খালের ওপর মার্কিন নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের হুমকিও দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, চীনারা অবৈধভাবে পানামা খালের দখল নিতে চাচ্ছে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পানামা খালটি মার্কিন সামরিক বাহিনীর জন্য তৈরি করা হয়েছিল। যা এখন আর এই উদ্দেশে ব্যবহার করা যাচ্ছে না। এ বিষয়ে আমাদের পদক্ষেপ নেয়া জরুরি। পানামা খাল যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। অথচ এটি চীন দ্বারা পরিচালিত হচ্ছে।’

জবাবে, পানামার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, খালের নিয়ন্ত্রণ পানামা প্রশাসনের হাতেই থাকবে। এখানে কারও হুমকি বা কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না।

পানামার পররাষ্ট্রমন্ত্রী হ্যাভিয়ের মার্টিনেজ-আচা বলেন, ‘পানামা খালের সার্বভৌমত্ব নিয়ে আলোচনার কিছু নেই। এটি আমাদের দেশের সংগ্রামের ইতিহাস। খালের উদ্দেশ্য মানবতা ও বাণিজ্যিক সেবা প্রদান। বিশ্ববাসীর কাছে এর মূল্য অনেক। আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করেছে এই খাল।’

এদিকে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত ৩২টি দেশের ওপর চাঁদার হার ২ শতাংশ থেকে ৫ শতাংশ বাড়ানোর ওপর জোর দিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় তার সমর্থকদের একটি বড় অংশকে ক্ষমা করার প্রতিশ্রুতিও দিয়েছেন রিপাবলিকান এই নেতা।

গাজা-ইসরাইল যুদ্ধ ইস্যুতে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বলেন, আগামী ২০ জানুয়ারির আগে জিম্মিদের মুক্ত না করলে তা হামাস ও ইসরাইল কারও জন্যই ইতিবাচক হবেনা। তবে সিরিয়ায় মার্কিন সেনাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনোকিছুই স্পষ্ট করেননি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে নিজের এজেন্ডা বাস্তবায়নের রূপরেখা দিলেন তিনি।

এএম