এনবিসি নিউজকে রোববার টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, রাশিয়ার কাছ থেকে তেল কেনে- এমন দেশগুলোর বিরুদ্ধে এ শুল্ক আরোপ করবেন তিনি।
ইউক্রেনের রাষ্ট্রপ্রধান হিসেবে ভলোদিমির জেলেনস্কির গ্রহণযোগ্যতা নিয়ে গেলো সপ্তাহে পুতিন প্রশ্ন তোলেন। এতেই ক্ষুব্ধ ট্রাম্প। এর আগ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে রাশিয়ার সাথে আপোষের অবস্থানেই ছিলেন ট্রাম্প।
ইউক্রেনে রাশিয়ার তিন বছরের সামরিক অভিযানে ইতি টানতে পুতিনের সঙ্গে ট্রাম্পের আপোষমূলক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে ইউরোপীয় মিত্রদের। কিন্তু অস্ত্রবিরতির বিষয়ে রাশিয়ার অনাগ্রহে ক্রমশ হতাশা বাড়ছে ট্রাম্প প্রশাসনের।