গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ ডেনমার্ক!

বিদেশে এখন
0

ডেনমার্কের বিরুদ্ধে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেইসঙ্গে তিনি এই ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র এই স্বায়ত্বশাসিত অঞ্চলকে আরো বেশি সুরক্ষা দিতে পারবে।

শুক্রবার (২৮ মার্চ) গ্রিনল্যান্ডের পিটুফিক সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় ভ্যান্স বলেন, 'যুক্তরাষ্ট্র সেখানে সামরিক উপস্থিতি বাড়ানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই।'

তিনি বলেন, 'গ্রিনল্যান্ডের জনগণকে রাশিয়া, চীন এবং অন্যান্য দেশের আগ্রাসন থেকে রক্ষা করতে ডেনমার্ক সরকার যথেষ্ট কাজ করেনি।'

ভ্যান্সের এই মন্তব্যে গ্রিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী জেনস -ফ্রে ডরিক নিলসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সফর স্বায়ত্বশাসিত অঞ্চলটির সরকার ব্যবস্থার প্রতি অসম্মানের ইঙ্গিত দেয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রয়োজন।

ইএ