উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

দাবানলের তীব্রতায় লস অ্যাঞ্জেলসে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলের তীব্রতায় লস অ্যাঞ্জেলস শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

মঙ্গলবার কয়েক ঘণ্টায় তিন হাজার একর এলাকায় ছড়িয়েছে আগুন। হলিউড তারকাদের আবাসস্থল প্যাসিফিক প্যালিসেডসের প্রায় পাঁচ শতাংশ এলাকা এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে।

১৩ হাজার ভবন ঝুঁকিতে, নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ ৩০ হাজার মানুষকে। কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে থাকায় এলাকা ছাড়তে গিয়েও ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা।

তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ারসার্ভিস কর্মীরা। বৃহস্পতিবার পর্যন্ত এ অবস্থা জারি থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

ফলে শঙ্কা বাড়ছে, এলাকা ছাড়তে বাধ্য হওয়া মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।

এএইচ