সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, বিলিওনিয়ার ইলন মাস্ক প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নিচ্ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের বিষয়ে তিনি বলেন, আরও কিছুদিন যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালাতে পারবে তারা।
এদিকে, দেশের মন্ত্রিসভায় আরও নতুন সদস্য নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। সুইজারল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ক্যালিস্টা গিনরিচকে মনোনিত করেছেন তিনি।