উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ডেনালি পর্বতের নাম পরিবর্তন করে মাউন্ট ম্যাককিনলি রাখবেন ট্রাম্প

অ্যারিজোনায় দেয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর আমেরিকার সুউচ্চ পর্বত ডেনালির নাম পরিবর্তন করে আবারও মাউন্ট ম্যাককিনলি রাখবেন তিনি। বলেন, ২৫তম মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির নামেই এই পর্বতের নাম থাকবে, যাকে ১৯০১ সালে হত্যা করা হয়।

সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, বিলিওনিয়ার ইলন মাস্ক প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নিচ্ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের বিষয়ে তিনি বলেন, আরও কিছুদিন যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালাতে পারবে তারা।

এদিকে, দেশের মন্ত্রিসভায় আরও নতুন সদস্য নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। সুইজারল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ক্যালিস্টা গিনরিচকে মনোনিত করেছেন তিনি।

এএইচ