ডেনালি পর্বতের নাম পরিবর্তন করে মাউন্ট ম্যাককিনলি রাখবেন ট্রাম্প
অ্যারিজোনায় দেয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর আমেরিকার সুউচ্চ পর্বত ডেনালির নাম পরিবর্তন করে আবারও মাউন্ট ম্যাককিনলি রাখবেন তিনি। বলেন, ২৫তম মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির নামেই এই পর্বতের নাম থাকবে, যাকে ১৯০১ সালে হত্যা করা হয়।