উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

পুরো বিশ্বের চোখ মার্কিন নির্বাচনে

প্রতিবছরের মতো এবারও ব্যাপক আগ্রহ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে দৃষ্টি বিশ্ববাসীর। হোয়াইট হাউজের জন্য ভোটের লড়াইয়ের সবশেষ খবর জানতে আন্তর্জাতিক গণমাধ্যমে চোখ রাখছেন সবাই। বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে যুগ যুগ ধরে মার্কিন প্রেসিডেন্টদের আধিপত্যের কারণেই এই আগ্রহের অন্যতম কারণ।

প্রতিবছরের মতো এবারও ব্যাপক আগ্রহ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে দৃষ্টি বিশ্ববাসীর। হোয়াইট হাউজের জন্য ভোটের লড়াইয়ের সবশেষ খবর জানতে আন্তর্জাতিক গণমাধ্যমে চোখ রাখছেন সবাই। বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে যুগ যুগ ধরে মার্কিন প্রেসিডেন্টদের আধিপত্যের কারণেই এই আগ্রহের অন্যতম কারণ।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের হাওয়া ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। কামালা হ্যারিসের ইতিহাস সৃষ্টি নাকি ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন, তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের সবশেষ খবর জানতে শত কর্মব্যস্ততার মাঝেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নজর সবার। পাড়া মহল্লা থেকে কর্মস্থল, সব জায়গায়ই আলোচনায় ভোটের প্রসঙ্গ। অভ্যন্তরীণ নীতি প্রণয়ন থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও দীর্ঘদিন ধরে আধিপত্য রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। আর এ কারণেই ৪ বছর পর পর আসা এই নির্বাচন নিয়ে মার্কিনিদের তুলনায় বিশ্ববাসীর আগ্রহ কোন অংশে কম নয়।

কিছু কিছু ক্ষেত্রে নীতিগতভাবে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা ভিন্ন মতাদর্শের। তবে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ও বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপের বিষয়টি সব সময়ই থাকে আলোচনায়।

এবারের নির্বাচনে হোয়াইট হাউস নিশ্চিতের পর নতুন প্রেসিডেন্ট যুদ্ধ ও ভূ-রাজনৈতিক উত্তেজনা কমানোসহ বৈশ্বিক অর্থনীতি শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেন, নাকি সংকটের মাত্রা আরও ঘণীভূত হবে- সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর