মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে সব অঙ্গরাজ্যে। বিশেষ করে ওয়াশিংটন রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। হোয়াইট হাউজ এবং ভাইস প্রেসিডেন্টের বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে নিরাপত্তাকর্মী।
পুরো বিশ্বের চোখ মার্কিন নির্বাচনে
প্রতিবছরের মতো এবারও ব্যাপক আগ্রহ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে দৃষ্টি বিশ্ববাসীর। হোয়াইট হাউজের জন্য ভোটের লড়াইয়ের সবশেষ খবর জানতে আন্তর্জাতিক গণমাধ্যমে চোখ রাখছেন সবাই। বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে যুগ যুগ ধরে মার্কিন প্রেসিডেন্টদের আধিপত্যের কারণেই এই আগ্রহের অন্যতম কারণ।
ট্রাম্প ঘাঁটি আইওয়াতেও এগিয়ে কামালা!
ট্রাম্পের ঘাঁটি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে জনমত জরিপে এবার এগিয়ে গেছেন কামালা হ্যারিস। এ অঙ্গরাজ্যের বাসিন্দাদের মধ্যেও দুই প্রার্থী নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও, আগাম ভোটের দিক দিয়ে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।