উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

গায়ে গুলি লাগার ভুয়া সংবাদ প্রচার করলেও সমস্যা নেই ট্রাম্পের

যুক্তরাষ্ট্রকে ডেমোক্র্যাটরা ভেঙে ফেলেছে, ক্ষমতায় আসলে দেশকে আরও শক্তিশালী করে তুলবে রিপাবলিকানরা। সুইং স্টেট মিশিগানে শেষ মুহূর্তের প্রচারণায় এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমগুলো তার গায়ে গুলি লাগার ভুয়া সংবাদ প্রচার করলেও কোনো সমস্যা নেই, এমন বেফাঁস মন্তব্যও করে বসেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, 'একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এখানে কাঁচের টুকরা আছে, আবার নেই, সবই ভুয়া খবর তাই না? কেউ আমার জন্য ভুয়া নিউজ করতেই পারে। আমি তাতে কিছুই মনে করবো না।'

তার এই বক্তব্যের ধরন ছিল অনেকটা এমন, নির্বাচনে জেতাতে কোনো গণমাধ্যম যদি তাকে হত্যার কোনো ভুয়া নিউজ করেন, তিনি কিছুই মনে করবেন না। সর্বোচ্চ ভোটারের সুইংস্টেট পেনসিলভানিয়ায় নির্বাচনে জালিয়াতি হচ্ছে উল্লেখ করে ৯০ মিনিটের বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য ডেমোক্রেটরা অযথাই অনেক অর্থ আর সময় ব্যয় করেন। আর এভাবেই তারা নির্বাচনে জালিয়াতি করে।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতে র‌্যালিতে গিয়ে ততোই বেফাঁস মন্তব্য করে বসছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জরিপে কোনো রাজ্যে কে এগিয়ে, সেই বিষয়েও তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা আগাম ভোটে জালিয়াতি করছে, নির্বাচনেও করবে।

এদিকে ভাগ্য নির্ধারণ সুইং স্টেটগুলোর ওপর নির্ভর করায় শেষ মুহূর্তে কামালা হ্যারিস সমানে দৌঁড়াচ্ছেন মিশিগানসহ অন্য ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে। মিশিগানে এক র‌্যালিতে কামালা আরব আমেরিকান ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে জয়ী হলে গাজা যুদ্ধ বন্ধে সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি।

ট্রাম্পের নানা বক্তব্যের বিষয়ে সতর্ক করে কামালা জানান, সাধারণ ভোটাররা যেন কোনোভাবেই ট্রাম্পের ফাঁদে পা না দেয়। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে দেশের মানুষের পূর্ণ স্বাধীনতা, সম্ভাবনা নিশ্চিত করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

এদিকে শেষ মুহূর্তে এসেও নিজের প্রার্থীকে জেতাতে উৎসাহ নিয়ে আগাম ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। এখন পর্যন্ত আগাম ভোট পড়েছে প্রায় ৮ কোটি। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রে শুরু হবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। ২০ জানুয়ারি হোয়াইট হাউজে বসবেন নতুন প্রেসিডেন্ট।

এসএস