নির্বাচনে হারলে কী করবেন ট্রাম্প?

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ভোটের আগে শেষ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাড়ছে উদ্বেগ। আগের নির্বাচনে হেরে ক্যাপিটল হিলে নজিরবিহীন দাঙ্গা উসকে দিয়েছিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এবারও পরাজিত হলে কী প্রতিক্রিয়া দেখাবেন তিনি, তা নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই? ভোটগণনা শেষ হওয়ার আগে ট্রাম্প জয় দাবি করবেন, এমন শঙ্কা থেকে পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছে ডেমোক্র্যাট প্রশাসন।

রাজনীতির মাঠে অভিজ্ঞতা ছাড়াই ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে অপ্রত্যাশিত চমক দেখিয়েছিলেন মার্কিন ধনকুবের ও ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য, পদক্ষেপ, আচরণের কারণে অভিশংসন থেকে শুরু করে অনেক নেতিবাচকেই প্রথম রিপাবলিকান এ নেতা।

যুক্তরাষ্ট্রের ৪১তম মার্কিন প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশের পর ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ২৭ বছরে প্রথম, যাকে এক মেয়াদেই ক্ষমতা ছাড়তে হয়েছে। বিগত নির্বাচনে ভোটগণনা শেষ হওয়ার আগেই জয় দাবি, পরে পরাজয় মানতে না পেরে ক্যাপিটল হিল, তথা মার্কিন কংগ্রেসে নজিরবিহীন রক্তক্ষয়ী দাঙ্গা উসকে দেয়া থেকে শুরু করে তথ্যপ্রমাণ ছাড়াই ভোট জালিয়াতির অভিযোগ পর্যন্ত তুলেছিলেন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে।

রাজনৈতিক জীবনে খ্যাপাটে বিশেষণ পাওয়া সাবেক এ রাষ্ট্রপ্রধান দাঁড়িয়েছেন ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনেও। সেটিও আরেক ইতিহাস। কেননা নির্বাচনে হেরে আবারও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নের নজিরও এর আগে ওই একবারই, ১৯৯২ সালে।

ট্রাম্প যদি পরাজিত হন, এবার কী প্রতিক্রিয়া হবে তার? জাতিবিদ্বেষ ছড়ানোর জন্য কুখ্যাত বলে হারলে রক্তগঙ্গা বইয়ে দেবেন ট্রাম্প, এমন শঙ্কায় নাশকতা ঠেকাতে আগে থেকেই প্রস্তুত হচ্ছে ক্ষমতাসীনরা। বার্তা সংস্থা রয়টার্সের খবর, টানা দুই মেয়াদে একই দলের ক্ষমতায় বহাল থাকার প্রচলন, নির্বাচনপূর্ব জরিপের ফল, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের ইতিবাচক ভাবমূর্তি- ইত্যাদির ভিত্তিতে জয় নিয়ে আশাবাদী ডেমোক্রেটিক পার্টি। তাই ২০২০ সালের নির্বাচন পরবর্তী ঘটনাবলীর সম্ভাব্য পুনরাবৃত্তি ঠেকাতে এরইমধ্যে পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেছে কামালার প্রচারণা শিবির এবং দলীয় কর্তারা।

ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো এলাইন কামার্ক বলেন, 'আমার মনে হয় যে ট্রাম্প পরাজয় নিয়ে শঙ্কিত। তিনি জেলে যেতে চান না। তিনি যা জানেন, তাতেই অনড় থাকতে চান। কোন কথা বললে সমাবেশে মানুষ বেশি হবে, তা তিনি জানেন এবং সেগুলো বলেই সমাবেশে উন্মাদনা তৈরি করেন।'

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এবারও ট্রাম্প ফল ঘোষণার আগেই জয় দাবি করলে সামাজিক মাধ্যম থেকে শুরু করে টেলিভিশন, রেডিও, মুঠোফোন, সবখানে ঝড়ের গতিতে বার্তা প্রচার করবে প্রশাসন। যেখানে জনগণের উদ্দেশ্যে শান্ত ও ধৈর্যশীল থেকে ভোট গণনা শেষ করতে দেয়ার আহ্বান জানানো হবে। যুক্তরাষ্ট্রে সাধারণত নির্বাচনী কর্মকর্তাদের সরবরাহকৃত ভোটগণনার তথ্য বিশ্লেষণ করে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার কাজটি করে দেশের প্রধান সংবাদমাধ্যমগুলো।

জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও চলতি সপ্তাহে নির্বাচনে জয়ের আশা জানান ট্রাম্প। কিন্তু প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ভোট পুনর্গণনার দাবি উঠলে চূড়ান্ত ফল ঘোষণায় কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে বলে আগে থেকেই সতর্ক করছেন নির্বাচনী বিশেষজ্ঞরা। এ অবস্থায় ট্রাম্প নিশ্চিতভাবেই অগ্রিম জয় দাবি করবেন ধরে নিয়ে পরিস্থিতি সামলাতে জনতার আদালতের দ্বারস্থ হবে কামালা ও তার দল।

বিগত নির্বাচনে ভোটের রাতেই ট্রাম্পের জয় দাবির ঘটনায় ডেমোক্র্যাটদের পাশাপাশি নিন্দা জানিয়েছিলেন হাই-প্রোফাইল রিপাবলিকান নেতারাও । এবার ভোটযুদ্ধ শেষের আগেই আবারও অগ্রিম জয় ঘোষণার পরিকল্পনা আছে কি না ট্রাম্পের, সে প্রশ্নের উত্তর এড়িয়ে ভোট শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রচার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রিপাবলিকান শিবির।

এসএস

শিরোনাম
বিমসটেকের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক
সীমান্তে হত্যা বন্ধ, শেখ হাসিনাকে দেশে ফেরানো ও তিস্তা চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে, বৈঠকটি গঠনমূলক-ফলপ্রসূ হয়েছে: প্রেস সচিব
ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদি
ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো সঞ্চার করেছে, দু'দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে: মির্জা ফখরুল
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় সংস্কার শেষেই একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে: বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস; সকল সদস্য দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি, পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উন্নত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ
বিমসটেকের সাইডলাইনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী
বাংলাদেশের সব মানুষকে একফ্রেমে আবদ্ধ করার জন্যই স্বাধীনতা কনসার্ট, আগের সীমাবদ্ধতা এবার পূরণ করা হবে: বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচন আসলে জোটের বিষয়ে সিদ্ধান্ত, এখনই মন্তব্য নয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী
সার্ভার চালু হওয়ায় ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু: কমলাপুর স্টেশন ম্যানেজার
ময়মনসিংহের চুরখাই বাজারে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৫
বিমসটেকের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক
সীমান্তে হত্যা বন্ধ, শেখ হাসিনাকে দেশে ফেরানো ও তিস্তা চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে, বৈঠকটি গঠনমূলক-ফলপ্রসূ হয়েছে: প্রেস সচিব
ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদি
ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো সঞ্চার করেছে, দু'দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে: মির্জা ফখরুল
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় সংস্কার শেষেই একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে: বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস; সকল সদস্য দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি, পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উন্নত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ
বিমসটেকের সাইডলাইনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী
বাংলাদেশের সব মানুষকে একফ্রেমে আবদ্ধ করার জন্যই স্বাধীনতা কনসার্ট, আগের সীমাবদ্ধতা এবার পূরণ করা হবে: বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচন আসলে জোটের বিষয়ে সিদ্ধান্ত, এখনই মন্তব্য নয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী
সার্ভার চালু হওয়ায় ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু: কমলাপুর স্টেশন ম্যানেজার
ময়মনসিংহের চুরখাই বাজারে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৫