নির্বাচনে হারলে কী করবেন ট্রাম্প?
ভোটের আগে শেষ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাড়ছে উদ্বেগ। আগের নির্বাচনে হেরে ক্যাপিটল হিলে নজিরবিহীন দাঙ্গা উসকে দিয়েছিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এবারও পরাজিত হলে কী প্রতিক্রিয়া দেখাবেন তিনি, তা নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই? ভোটগণনা শেষ হওয়ার আগে ট্রাম্প জয় দাবি করবেন, এমন শঙ্কা থেকে পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছে ডেমোক্র্যাট প্রশাসন।