উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ট্রাম্পের তহবিলে ইলন মাস্কের সাড়ে ৭ কোটি ডলার অনুদান

গেল তিন মাসে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার তহবিলে সাড়ে ৭ কোটি ডলার অনুদান দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। মঙ্গলবার (১৫ অক্টোবর) ফেডারেল ইলেকশন কমিশন জানায়, ব্যাটেলগ্রাউন্ড স্টেটগুলোতে ভোটারদের সমর্থন আদায়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ঐ তহবিল থেকে প্রায় ৭ কোটি মার্কিন ডলার খরচ করেছে পলিটিক্যাল অ্যাকশন কমিটি (প্যাক)। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্পের সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটির অন্যতম অর্থদাতা ইলন মাস্ক, ভবিষ্যতে ট্রাম্প প্রশাসনের অর্থ উপদেষ্টা হিসেবেও কাজ করতে যাচ্ছেন।

অক্টোবরের প্রথম সপ্তাহে পেনসিলভেনিয়ার প্রচারসভায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যখন টেসলার প্রধান নির্বাহী ও ধনকুবের ইলন মাস্ককে মঞ্চে ডেকে নেন তখনই এটি পরিষ্কার হয়ে যায়, এবারের নির্বাচনে লাল শিবিরকে বড় সহায়তা দিতে যাচ্ছেন তিনি।

৫ অক্টোবরের ওই সভায় নিজেকে রিপাবলিকান দাবি করে ইলন মাস্ক বলেন, মার্কিন রাজনীতির এই সংকটে ট্রাম্প ছাড়া অন্য কেউই প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য নন।

এবার ট্রাম্পের প্রচার তহবিলে ইলন মাস্কের অনুদানের একটি হিসাব প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে এখনও পর্যন্ত ট্রাম্পকে সাড়ে ৭ কোটি মার্কিন ডলার দিয়েছেন মাস্ক। মার্কিন নির্বাচনে প্রার্থীদের প্রচার ও জনসংযোগ বাড়াতে কাজ করে আসছে পলিটিক্যাল অ্যাকশন কমিটি। বিশেষ করে অর্থদাতাদের সমর্থন ও সহায়তা আদায় করা প্যাক অন্তর্ভুক্ত ৫২৭টি সংগঠনের অন্যতম কাজ।

ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য বলছে, ট্রাম্পের সুপার প্যাক দলটি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বরাদ্দ অর্থের সিংহভাগই খরচ করেছে। তবে জনসংযোগ ও ভোটারদের সমর্থন আদায় সংশ্লিষ্ট কাজে পলিটিক্যাল অ্যাকশন কমিটির অংশগ্রহণ দেখা যাচ্ছে না। বরং বাইরে থেকে ট্রাম্পকে সহায়তা করছে তারা।

এর আগে ইলন মাস্ক স্বীকার করেন, বিগত নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থীদেরকেই সমর্থন করেছেন। কিন্তু গেল জুলাই মাসে হঠাৎ করেই দল বদলের ঘোষণা দেন তিনি।

সাড়ে সাত কোটি ডলার অনুদান দেয়ায় এরইমধ্যে রিপাবলিকান অর্থদাতাদের বিশেষ ক্লাবে নাম লিখিয়েছেন মাস্ক। যেখানে আছেন তিমোথি মেলন ও মিরিয়াম এডেলসনের মতো বিলিওনেয়ারদের নাম। যদিও রয়টার্স জানায়, জনসম্মুখে ট্রাম্পকে সমর্থন দেয়ার আগেও, রক্ষণশীল রিপাবলিকানদের অর্থ দিতেন মাস্ক। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর