ঢাকা সিটির সাবেক মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭ তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসেন বিজেপি চেয়ারম্যান পার্থ।
এসময় তিনি আরো বলেন, ‘ডক্টর ইউনূস গ্লোবাল অ্যাসেট । বিশ্বে যে কয়েকজন স্বনামধন্য ব্যক্তিবর্গ রয়েছেন উনি তাদের মধ্যে অন্যতম। আমরা আশা করি তিনি আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে।’
পার্থ বলেন, ‘ইউনূস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার, গনঅভ্যুত্থানের সরকার। জনগণের ভোটে নির্বাচিত সরকার না। তবে জনগণের সরকার। এই সরকারকে সফল করতে এই সরকারের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গিকার।’
পার্থ আরো বলেন, ‘সংস্কার প্রয়োজন। তবে বড় সংস্কারগুলো জনগনের প্রতিনিধির মাধ্যমে হয়। এজন্য আমরা ইউনূস সরকারকে সাহায্য করছি। যদি বড় বড় রাজনৈতিক দলগুলো একমত পোষণ করে তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে আমরা আশাবাদি।’
আগের যে কোন সময়ের চেয়ে বিজেপি শক্তিশালী বলে মন্তব্য করেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, ‘জুন থেকে প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনায় যাবো। শুধু সংস্কারের উপর নির্ভর করছে আগামীর নির্বাচন কেমন হবে এবং কাদের প্রার্থী করা হবে।
পার্থ আরও বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বড় সংস্কারগুলো করা উচিত। যে সংস্কারগুলোর সাথে সবাই একমত হয়, সেগুলো করা উচিত। কারণ, এতোবছর সংস্কারের কারণেই নির্বাচন হয়নি।’
এরপর তিনি যোগ করেন, ‘জনপ্রতিনিধিদের কাছে জনগণের একটা আকাঙ্খা রয়েছে। সে বিষয়গুলো মাথায় রেখে নির্বাচনের দিকে যাওয়া উচিত। বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়, তাহলে স্থানীয় সরকার নিয়ে ভাবতে হবে এবং বরাদ্দগুলো তাদের হাতে দিতে হবে।’
এর আগে দলের হাজার হাজার নেতাকর্মী প্রিয় নেতাকে বরণ করতে ইলিশা লঞ্চঘাট এলাকায় উপস্থিত হয়। আগামীকাল (রোববার, ৬ এপ্রিল) মরহুম নাজিউর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হবে।