এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ওমরাহ ভিসার ক্ষেত্রে সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত।
এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পাঁচ বছরের জন্য সৌদিতে প্রবেশ এবং অবস্থান করতে পারবেন না।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক যাত্রী দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে সৌদিতে এসে অনুমতি ছাড়া হজে অংশ নেন, অনেকে আবার হজ শেষে নিজ দেশে না ফিরে অবৈধভাবে সৌদিতে অবস্থান করেন। এতে করে হজে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হয়।
এই পরিস্থিতি এড়াতে ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।