উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

হারিকেন মিল্টনের আঘাতে এখনো বিদ্যুৎহীন ১৯ লাখ মানুষ

হারিকেন মিল্টনের আঘাতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সেই সঙ্গে এখনো বিদ্যুৎহীন ১৯ লাখ মানুষ। টানা বৃষ্টিতে প্লাবিত ফ্লোরিডার বেশ কিছু এলাকা।

রেকর্ড উচ্চতায় অঙ্গরাজ্যটির ৪টি নদীর পানি। মেডার্ড জলাধার থেকে আলাফিয়া নদীতে পানি ছাড়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বাঁধ ভেঙ্গে যাওয়া ঠেকাতে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

ফ্লোরিডার ১৯ লাখ মানুষ এখনো বিদ্যুৎহীন। ৩০ শতাংশ গ্যাস স্টেশনে শেষ হয়ে গেছে জ্বালানি। আর্থিক ক্ষতি ৫ হাজার কোটি ডলার ছাড়ানোর শঙ্কা। এমন পরিস্থিতিতে রাজ্যের ক্ষয়ক্ষতি কাটাতে কংগ্রেসের কাছে অর্থ চাইবেন বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

অন্যদিকে প্রাণহানি ঠেকাতে ধ্বংসস্তূপ পরিষ্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন রাজ্যের গভর্নর ।

এফএস