উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

হারিকেন হেলেনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে

হারিকেন 'হেলেন' কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ে ব্যস্ত ক্ষমতাসীন বাইডেন সরকার। ধ্বংসাবশেষ পরিষ্কারের সমস্ত ব্যয় বহনের পাশাপাশি জরুরিভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য ৭৫ কোটি ডলার বরাদ্দ দিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে ২০২০ সালে নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার মামলায় বেশ কিছু প্রমাণসহ আদালতে ১৬৫ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছেনর বিশেষ কৌঁসুলি। যদিও এ বিষয়ে কথা বলা থেকে এড়িয়ে গেছেন ট্রাম্পের রানিংমেট জেডি ভ্যান্স।

হারিকেন হেলেনের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। এক সপ্তাহ পেরিয়ে গেলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি ৫টি অঙ্গরাজ্যের মানুষ। প্রাণহানি ২শ'র গণ্ডি পেরোনোর পথে। আর্থিক ক্ষতি ছাড়াতে পারে ১৬ হাজার কোটি ডলার।

প্রলয়ঙ্কারী এই হারিকেনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও। হারিকেন ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোয় নিজ দলের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির গভর্নরকে ধন্যবাদ জানিয়েছেন জো বাইডেন। নর্থ ক্যারোলাইনা সফরে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন ধ্বংসাবশেষ পরিষ্কারের সমস্ত ব্যয় বহন করবে তার সরকার। অঙ্গীকার করা হয়, ক্ষতিগ্রস্তরা ঘুরে না দাঁড়ানো পর্যন্ত পাশে থাকবে পুরো জাতি।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'হারিকেনের আঘাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্দিষ্ট করে বলা কঠিন। এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। বহু মানুষের তথ্য এখনো যুক্ত করা সম্ভব হয়নি। তাই বলতে চাই, যুক্তরাষ্ট্র ও পুরো জাতি আপনাদের সঙ্গে আছে। আপনারা পুরোপুরি ঘুরে না দাঁড়ানো পর্যন্ত আমরা ছেড়ে যাবো না।'

এদিকে জর্জিয়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। এসময় হতাহতের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি । ঘোষণা দেন, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য ৭৫ কোটি ডলার বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেন, 'আমরা যে ত্রাণ ও আর্থিক সহায়তা দিচ্ছি, এর মধ্যে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা প্রদান করবে ৭৫ কোটি ডলার। জরুরি প্রয়োজন যেমন খাবার বা শিশু খাদ্যের জন্য এই অর্থ দেয়া হবে। আপনারা সহায়তার জন্য আবেদন করতে পারেন।'

এদিকে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ফল উল্টে দেয়ার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মামলার নতুন প্রমাণাদিসহ আদালতে প্রতিবেদন দাখিল করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি। ১৬৫ পৃষ্ঠার প্রতিবেদনে রয়েছে ট্রাম্পকে ফল মেনে নিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্টের আহ্বানসহ বেশ কিছু চাঞ্চল্যকর নথি। তবে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেছেন ট্রাম্পের বর্তমান রানিংমেট জেডি ভ্যান্স। জানান, বর্তমান নির্বাচন নিয়ে মনোনিবিষ্ট তিনি। ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে কামালা হ্যারিসের দোষ ঢাকতে হচ্ছে বলেও অভিযোগ করেন জেডি ভ্যান্স।

রিপাবলিকান পার্টি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেন, 'চার বছর আগের বিষয় নিয়ে মাতামাতি করার একমাত্র কারণ মিডিয়া। তবে আমি মাত্র ৩৩ দিন পর হতে চলা নির্বাচন নিয়েই ভাবছি। রণ আমি কামালা হ্যারিসকে দপ্তর থেকে বিতাড়িত করে সাধারণ অর্থনৈতিক নীতিগুলো ফেরত আনতে চাই।'

অন্যদিকে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে চটকদার বক্তা আখ্যা দিয়ে প্রতিদ্বন্দ্বী টিম ওয়ালজ বলেন ট্রাম্পের বিষয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন জেডি ভ্যান্স।

ডেমোক্রেটিক পার্টি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ বলেন, 'আমি খাটো করে দেখিনি। সিনেটর ভ্যান্স একজন চটকদার বক্তা। তিনি বিতর্কে বলেছেন, ইতিহাসকে পুনর্লিখন সম্ভব নয়। একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের রেকর্ড সম্পর্কে আমাদের বিভ্রান্ত করছেন। এটি সম্পূর্ণরূপে মানসিক নির্যাতন।'

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা করছে চীন, রাশিয়া ও ইরান। বার্ষিক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর।

এফএস

এই সম্পর্কিত অন্যান্য খবর