উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

হত্যাচেষ্টা থেকে বাঁচার পর প্রথমবার জনসমাবেশে ট্রাম্প

পেনসিলভেনিয়ায় হত্যাচেষ্টা থেকে বেঁচে যাবার পর প্রথমবারের মতো জনসমাবেশে ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২১ আগস্ট) রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর জনসমাবেশ স্থল ছিলে নর্থ ক্যারোলাইনা।

ট্রাম্পের ভাষণে প্রাধান্য পায় জাতীয় নিরাপত্তা প্রসঙ্গ। এসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জঘন্য বলে আখ্যা দেন ট্রাম্প।

অন্যদিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অভিযুক্ত করেন তিনি।

বন্দুক হামলার ৩৯ দিন পর ফিরে সমর্থকদের সামনে বুলেটপ্রুফ গ্লাসের পেছনে দাঁড়িয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

tech