উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমতে শুরু করেছে কামালার

নির্বাচনী দৌঁড়ে নাম লেখানোর পর থেকেই একের পর চমক দেখাচ্ছেন কামালা হ্যারিস। এবার শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থন পাওয়ার ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমতে শুরু করেছে ডেমোক্র্যাট দলীয় এই প্রেসিডেন্ট প্রার্থীর।

জনমত জরিপে উঠে আসছে, দেশের প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট প্রার্থী হয়েও ডেমোক্র্যাট নেতা কামালা হ্যারিসের পাল্লা ভারী হচ্ছে শ্বেতাঙ্গদের মধ্যে। এমনকি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও তিনি শ্বেতাঙ্গদের ভোট বেশি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এনপিআর, পিবিএস নিউজ ও মারিস্ট জরিপ বলছে, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থীদের প্রতি জনসমর্থনের একটি বড় অংশ কৃষ্ণাঙ্গ ভোটার হলেও সামগ্রিকভাবে শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যেও কামালা ভালো অবস্থানে পৌঁছেছেন।

১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এসব জরিপে দেখা যায়, শ্বেতাঙ্গ সমর্থনের দিক দিয়ে রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় মাত্র পাঁচ শতাংশ পিছিয়ে আছেন কামালা। এমএলএস জরিপে এ ব্যবধান আট শতাংশ।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য, ২০২০ সালের নির্বাচনে পরাজিত প্রার্থী ট্রাম্পের তুলনায় বিজয়ী প্রার্থী বাইডেন শ্বেতাঙ্গ ভোটে পিছিয়ে ছিলেন ১২ শতাংশ।

tech